ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাউন্সিলর প্রার্থী সারোয়ারের প্রার্থিতা বাতিল চান তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কাউন্সিলর প্রার্থী সারোয়ারের প্রার্থিতা বাতিল চান তাবিথ তাবিথ আউয়াল।

ঢাকা: নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থিতা বাতিল চেয়ে একটি অনুরোধপত্র জমা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল তাবিথ আউয়ালের পক্ষে একটি অনুরোধপত্র জমা দেয়।

লিখিত অভিযোগে তাবিথ আউয়াল বলেন, ২১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় আমি সিটি কর্পোরেশন বিধিমালা ২০১৬’র বিধান পালন করে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির নয় নম্বর ওয়ার্ড এলাকা কোটবাড়ি, বাজারপাড়া, হরিরামপুর, গোলারটেক জহুরাবাদ এলাকায় পথসভা ও গণসংযোগে যাই।

গণসংযোগ চলাকালে আমার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ও স্থানীয় নেতাকর্মী সমর্থক ছিলেন।

তিনি আরও বলেন, পথসভায় পূর্বনির্ধারিত ছিলো আইনানুগভাবে সংশ্লিষ্ট দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছি, কিন্তু গণসংযোগ অনুষ্ঠানে আমার নির্বাচনে প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলামের নেতাকর্মী সমর্থক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুম উপস্থিত থেকে স্বয়ং অতর্কিতভাবে হত্যা উদ্দেশ্যে এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমিসহ শারীরিক নির্যাতনে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আহত হন। এ সময় পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিষ্ক্রিয় থাকে। পুলিশ বাহিনীর সদস্যরা যদি আইনানুযায়ী আরও সক্রিয় থাকতো তাহলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। উশৃঙ্খল নেতাকর্মী-সমর্থকদের আক্রমণ সিটি কর্পোরেশনের বিধিমালা ২০১৬’র বিধি-বিধান চরমভাবে লঙ্ঘিত হয়েছে।

এমতাবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন ন্যক্কারজনক ঘৃণ্যতম আক্রমণের ঘটনা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আমি নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থিতা বাতিলের অনুরোধ করছি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।