ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদের হিসাব চেয়ে উকিল নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদের হিসাব চেয়ে উকিল নোটিশ

ঢাকা: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আয়কর রিটার্নসহ প্রার্থীদের সম্পদের হিসাব চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) উকিল নোটিশ পাঠিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। 

সুজনের সভাপতি মো. হাফিজুদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে বুধবার (২২ জানুয়ারি) এ নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদিন মালিক।

নোটিশে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৮বিধি অনুসারে ইনকাম ট্যাক্স রিটার্নসহ প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ এবং প্রার্থীদের তথ্য জানতে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রবেশ নিশ্চিত করতে বলা হয়।

নোটিশ বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে হবে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

ঢাকার দুই সিটি ভোটে ১৩ মেয়র পদপ্রার্থীসহ প্রায় সাড়ে সাতশ প্রার্থী রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।