ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রচারণমূলক সভার ২৪ ঘণ্টা আগে থানায় জানানোর নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
প্রচারণমূলক সভার ২৪ ঘণ্টা আগে থানায় জানানোর নির্দেশনা নির্বাচন কমিশন লোগো

ঢাকা: কোনো প্রার্থী নির্বাচন সংক্রান্ত প্রচারণামূলক পথসভা ও ঘরোয়া সভা করতে চাইলে সংশ্লিষ্ট থানাকে ২৪ ঘণ্টা পূর্বে জানানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কোনো প্রার্থী নির্বাচন সংক্রান্ত প্রচারণামূলক পথসভা ও ঘরোয়া সভা করতে চাইলে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা ২০১৬’র বিধি ৭ অনুসারে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

এ নির্দেশনা অমান্য করলে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসএমএকে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।