ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গুলশান-বনানীতে ধনীদের বাস, কড়াইলে দরিদ্রদের: তাবিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
গুলশান-বনানীতে ধনীদের বাস, কড়াইলে দরিদ্রদের: তাবিথ

ঢাকা: কড়াইল বস্তিবাসীর উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, পুনর্বাসন ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না। গুলশান-বনানীতে ধনীরা বসবাস করেন। তার পাশেই কড়াইল বস্তিতে বাস করেন দরিদ্ররা। ধনী-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কাড়াইল বস্তির মোশাররফ বাজার গেট থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য।

অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। নিজেদের উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন। দুর্নীতি-দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।  

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ  হাসান, সাবেক এমপি শাম্মি আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন প্রমুখ।

এছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ভূইয়া (ঠেলাগাড়ি মার্কা), ২০ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান বাচ্চু ( ব্যাডমিন্টন র‌্যাকেট মার্কা), ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপি মনোনীত নারী কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তফা ( গ্লাস মার্কা) অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।