ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আগামী ৪৮ ঘণ্টা দেশবাসীর চোখ ইসির দিকে: তাবিথ আউয়াল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
আগামী ৪৮ ঘণ্টা দেশবাসীর চোখ ইসির দিকে: তাবিথ আউয়াল

ঢাকা: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে।

পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইভিএম এর বিষয়টা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করছে নিবার্চন কেমন হবে।

‘দেশ সংকটে আছে। আমরা সবাই বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে সবার ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। ’

বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি সমবেদনা প্রকাশ করেন ঢাকা উত্তরে বিএনপির এ মেয়র পদপ্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, বর্তমান কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির নেতাকর্মীরা।

তাবিথ আউয়াল প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।