ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজধানীতে কেন্দ্রে কেন্দ্রে ইভিএমে মক ভোট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
রাজধানীতে কেন্দ্রে কেন্দ্রে ইভিএমে মক ভোট শুরু

ঢাকা: আসন্ন ঢাকা দুই সিটি নির্বাচনকে সামনে রেখে রাজধানীর প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) মক ভোট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ভোটাররাও আসছেন কীভাবে ইভিএমে ভোট দেবেন জানতে।

নতুন এ প্রক্রিয়ার সঙ্গে ভোটাররা অজানা। তাই জানার আগ্রহ নিয়েই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন ভোটাররা।

মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজে ইভিএমে কীভাবে ভোট দেবেন জানতে এসেছেন জুলিয়া বেগম।

তিনি বাংলানিউজকে বলেন, নতুন এ প্রক্রিয়া আমার জানা নেই। নির্বাচনের দিন যাতে কোনো হ্যারেজমেন্ট না হই এজন্যই আসা।

এদিকে আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য ঢাকার ভোটারদের দুপুর থেকে মেশিনটির ব্যবহার শেখাতে প্রত্যেকটি ভোটকেন্দ্রে একযোগে মক ভোটিং শুরু হয়েছে। এটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের সাত হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ নয় হাজার ভোটার এবং ঢাকা দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০ ভোটকেন্দ্রের ছয় হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার ইভিএমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।

এবারের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাচ্ছেন ভোটাররা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।