ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিইসির কেন্দ্রে আধ ঘণ্টায় ভোট পড়েনি একটিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সিইসির কেন্দ্রে আধ ঘণ্টায় ভোট পড়েনি একটিও

ঢাকা: শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা। রাজধানীর ঢাকার উত্তরা সেক্টর-৫ এলাকার আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র এটি। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এ কেন্দ্রেই ভোট দেবেন। 

ভোট শুরুর আধ ঘণ্টা পেরিয়ে গেলেও একটি ভোটও পড়েনি এ কেন্দ্রে। কক্ষ নম্বর-৭ এ গিয়ে দেখা গেলো, ভোট গ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন।

আবার কোনো প্রার্থীর এজেন্টও দেখা গেলো না। পুরো কক্ষই ফাঁকা। এ কক্ষের মতো পুরো ভোট কেন্দ্ররই একই অবস্থা।

এজেন্ট নেই কেন জানতে চাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ইয়াসমিন হামিদ বাংলানিউজকে বলেন, তারা একটু বাইরে গেছে। আসবে পরে। এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি। কেউ ভোট দেয়নি।

এই ভোট কেন্দ্রে ২৯২৮ জন ভোটার রয়েছেন। এক ঘণ্টায় অনেক কক্ষে একটি ভোটও পড়েনি, এমনকি মহিলা কোনো ভোটারও দেখা যায়নি।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহানারা আক্তার বলেন, কক্ষ নম্বর ৪ এ কোনো মহিলা ভোটার এখনো ভোট দিতে আসেননি।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।