ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গেন্ডারিয়ায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
গেন্ডারিয়ায় ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ

ঢাকা: পুরান ঢাকার ৪৬ নম্বর ওয়ার্ডে গেন্ডারিয়া থানার সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে এই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

সাধারণ ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৬ নম্বর ওয়ার্ডে মর্তুজা জামালের সমর্থকদের দাবি, প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শহীদউল্লাহ মিনুর লোকজন মিলবারেক পুলিশ লাইনের বিপিন রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের জন্য জামালের লোকজনের টেবিল-চেয়ার ভাঙচুর করে।

গেন্ডারিয়ায় কাউন্সিলর প্রার্থীর এই সমর্থককে মারধর করা হয়।  ছবি: বাংলানিউজএই ঘটনার জের ধরে উত্তেজনার এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মী জামালের সমর্থক তন্ময় বলেন, মিনুর লোকজন টেবিল ভাঙচুর করে আমাদের লোকজনকে মারধর করে।

‘তবে যাই হোক আমরা মাঠ ছাড়বো না,’ বলেন জামালোর সমর্থকেরা।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে আসে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে দুইপক্ষের আহতদের সংখ্যা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০ 
এমআইএইচ/জিসিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।