ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দক্ষিণের নতুন মেয়র তাপস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
দক্ষিণের নতুন মেয়র তাপস বিজয় চিহ্ন দেখাচ্ছেন তাপস ও আওয়ামী লীগের লোগো

ঢাকা: নির্বাচনের মাধ্যমে নতুন মেয়র পেলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সিটিতে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় দ্বিগুন ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি।

ঢাকা দক্ষিণের মোট এক হাজার ১৫০ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে ৪২৪৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৩৬৫১২ ভোট।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬৫২৫ভোট।
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙন প্রতীকে পেয়েছেন ৫৫৯৩ ভোট।

গণফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ সুজন মাছ প্রতীকে পেয়েছেন ১২৬৮৭ ভোট। বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওর‌ফে আয়াতুল্লাহ ডাব  ২৪২১প্রতীকে পেয়েছেন; ন্যাশনাল পিপলস পার্টির  মো. বাহারা‌নে সুলতান বাহার আম প্রতীকে ৩১৫৫  ভোট পেয়ে‌ছেন।
 

এর আগে শনিবার সকাল ৮টায় ১ হাজার ১৫০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত।  

ডিএসসিসিতে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।  মোট ৭ লাখ ১১ হাজার ৪৮৮ ভোট বৈধ হয়েছে। যা মোট ভোটারের ২৯.০৭শতাংশ।  

এ পর্যায়ে বিকেল ৫টার দিক থেকে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে ফল ঘোষণা শুরু করেন ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

এ সময় আব্দুল বাতেন বলেন, এ সিটিতে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। এটি ইতিহাসে প্রথম। ট্যাবের মাধ্যমে অনলাইনে ভোটের ফলাফল আসছে। ২৩ হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেছেন বলে জানান তিনি।

এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিএনপি প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্ট ঢুকতে না দেওয়া, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।


বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসকে/ডিএন/জেডএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।