ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফের ঢাকা উত্তরের মেয়র আতিকুল

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ফের ঢাকা উত্তরের মেয়র আতিকুল ফের ঢাকা উত্তরের মেয়র আতিকুল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। 

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ৪০ মিনিটে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬৪ হাজার ১৬১টি ভোট পেয়েছেন।

এ নির্বাচনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট , প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপির শাহীন খান বাঘ প্রতীকে ২ হাজার ১১১ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির-এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক কাস্তে প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। ভোট পড়েছে ৭লাখ ৬২ হাজার ১৮৮ টি। অর্থাৎ প্রদত্ত ভোটের হার ২৫ দশমিক ৩০ শতাংশ।

এ সিটি নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৫৩০টি।

২০১৫ সালের ২৮ এপ্রিলে এ সিটির নির্বাচনে ব্যবসায়ী নেতা আনিসুল হক মেয়র পদে জয়লাভ করেছিলেন। তার মৃত্যুতে আসনটি শূণ্য হলে উপ-নির্বাচনের মাধ্যমে জয় পেয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১ বছরেরও কম সময়ের জন্য নগরপিতা হন আতিক।

মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা থাকায় পদত্যাগ করেই তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।

গত ২২ এপ্রিল নির্বাচন তফসিল দিয়ে ৩০ জানুয়ারি ভোটের তারিখ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সরস্বতি পূজার্থীদের দাবির মুখে একদিন দু'দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি ভোট আয়োজন করে সংস্থাটি।

এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিএনপি প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্ট ঢুকতে না দেওয়া, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।


বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরআইএস/ ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।