ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

করোনার জন্য ৩১ মার্চ পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনার জন্য ৩১ মার্চ পর্যন্ত এনআইডি সেবা বন্ধ

ঢাকা: কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

তিনি বলেন, অনেক প্রবাসী ভোটার হওয়ার জন্য আসছেন।

তারা যাতে করোনা ভাইরাস ছড়াতে না পরে, সেজন্য প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শুরু প্রবাসী নয়, দেশে অবস্থানরত নাগরিক, সবার ভোটার কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় এনআইডি সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড উত্তোলন সংক্রান্ত সেবা বন্ধ থাকবে। ভোটার তালিকার ভিত্তিতেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করে ইসি।

সংবাদ সম্মেলনে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান, এসএম আসাদুজ্জামান, জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।