ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সিইসি

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান নেতৃত্বে বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, পরিচালনা কমিটি সদস্য নাজিম উদ্দীন আলম ও ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০ 
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।