ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

খোকসায় আ.লীগের মনোনয়ন পেলেন মুর্শেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
খোকসায় আ.লীগের মনোনয়ন পেলেন মুর্শেদ

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদকে (শান্ত) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিকের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন আল মাছুম মুর্শেদ শান্ত।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার জানান, দল থেকে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্তকে নৌকা প্রতীকে মনোনীত করেছে। আমরা খোকসা উপজেলা আওয়ামী লীগ এবং নেতারা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

আগামী ১ ডিসেম্বর খোকসা পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ৩ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১২.৩৮ কিলোমিটার এলাকা জুড়ে খোকসা পৌরসভায় ৮টি ওয়ার্ড রয়েছে। এতে মোট ভোটার রয়েছে ২৩ হাজার ৬৬৪জন। ২০০১ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খোকসা পৌরসভা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।