ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

ঢাকা: আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার ভোট গ্রহণ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।   বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এতে বলা হয়, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করার শেষ তারিখ ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ করা হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।  

দ্বিতীয় ধাপের এই পৌরসভা নির্বাচনে ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। আর ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।