ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিপ্লব বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ডিসেম্বর ১০, ২০২০
পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিপ্লব বিজয়ী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব

গাইবান্ধা: গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বিজয়ী হয়েছেন।

নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৬২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ হলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব এ ফলাফল ঘোষণা করেন।  

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নবগঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬০২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ জন ও নারী ১৬ হাজার ২৬৮ জন। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৭৩ দশমিক ৯৭ শতাংশ।

২০১৯ সালের ০১ জুলাই পলাশবাড়ী পৌরসভা গঠিত হয় এবং এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।