ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জে মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
মানিকগঞ্জে মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

মানিকগঞ্জ: আসন্ন মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি (ধানের শীষ) মেয়র প্রার্থী মো. আতাউর রহমান আতার দলীয় কার্যালয় সংলগ্ন নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে।  

এ অভিযোগে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির ওই মেয়র প্রার্থী।

মেয়র প্রার্থী আতাউর রহমান আতা বাংলানিউজকে বলেন, আমাদের দলীয় কার্যালয়ের পূর্বপাশে আমার নির্বাচনী ক্যাম্প শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙচুর করেছে প্রতিপক্ষের কর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মীরা আমার ধানের শীষের কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছেন এবং পোস্টার টাঙাতে বাধা দিচ্ছেন।

জেলা রিটার্নিং অফিসার শেখ হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ পত্র পেয়েছি এবং তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।