ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমে প্রথম ভোট, সাড়া দিচ্ছে ধামরাইবাসী

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ইভিএমে  প্রথম ভোট, সাড়া দিচ্ছে ধামরাইবাসী ইভিএম এ প্রথম ভোট, সাড়া দিচ্ছে ধামরাইবাসী

সাভার (ঢাকা): এই প্রথম ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দারা ইলেকট্রনিক ভোটিং যন্ত্রে (ইভিএম) মাধ্যমে ভোট দিচ্ছেন। ভোট দেওয়ার প্রক্রিয়া ভিন্ন ধর্মীর হলেও ভোটার উপস্থিতি কমতি নেই।

 

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভালো সাড়া দিচ্ছে ধামরাইবাসী।  

সরজমিনে সকাল ১০টার দিকে ধামরাইয়ের ১ নম্বর ওয়ার্ডের আইঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রথখোলা এলাকার ধামরাই রেসিডেন্সিয়াল স্কুল, ধামরাই সরকারি কলেজ, নাথুরাম সরৎ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিত দেখা গেছে।

আরও দেখা যায়, প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে ইভিএমে ভোট দিচ্ছেন। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, আনসার সদস্যরা সব সময় তৎপর রয়েছেন।  

পৌরসভা নির্বাচনে এবার মেয়র পার্থী তিনজন। আওয়ামী লীগের বর্তমান মেয়র গোলাম কবির, ধানের শীষ প্রতীকে বিএনপির দেওয়ান নাজিম উদ্দিন ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শওকত আলী। এছাড়া ৩৫ জন কাউন্সিল প্রার্থীসহ সংরক্ষিত আসনের নয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।  

আইঙ্গন বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছে আসলাম নামের এক যুবক। তিনি বাংলানিউজকে বলেন, ইভিএমে এবারই প্রথম ভোট দিতে যাচ্ছি। সকাল ৯টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি। আর দুই-এক জনের পর আমার সিরিয়াল আসবে। ভোট কেন্দ্রে কোনো ঝামেলা নেই। আমার ভোট আমি দিতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে।  

আক্কান উদ্দিন নামের এক বৃদ্ধ ভোটার বাংলানিউজকে বলেন, ইভিএম বুঝি না। ভোট দিতে এসেছি দেখি কী হয়। আগেরবার ভোট দিতে পারি নাই, এবার ভোট টা দিবো ভাবছি।  

পৌরসভা নির্বাচনে আব্দুস সোবাহন মডেল হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই আমাদের কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোটামুটি ভোটারের উপস্থিতির সংখ্যাও ভালো।  

ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ইভিএম ভোটিং উপলক্ষে ভালো উপস্থিত রয়েছে নির্বাচনে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই। আশা রাখি ভালোভাবে ভোট সম্পন্ন হবে।  

ধামরাই পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ড। এই পৌর শহরে ৪২ হাজার ৬৪৪ ভোটারের বিপরীতে নির্বাচনে ২১টি কেন্দ্রে ১০৮টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।