ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বড়লেখা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
বড়লেখা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয় আবুল ইমাম মো. কামরান চৌধুরী

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯৭৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮৬। এছাড়া বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৪ ভোট।

প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
 
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার সাত হাজার ৫২৩ জন ও নারী ভোটার সাত হাজার ৯২০ জন। এদের মধ্যে নয় হাজার ৭০১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।