ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্রীপুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
শ্রীপুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী আনিছুর রহমান

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন।

বেসরকারি ফলাফলে আনিছুর রহমান পেয়েছেন ২৩ হাজার ৪৮৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাড. কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬  ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ ফল ঘোষণা করেন।

এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে দারা মন্ডল, ২ নং ওয়ার্ডে মাসুদ প্রধান, ৩ নং ওয়ার্ডে আ. সাহিদ সরকার, ৪ নং ওয়ার্ডে কামরুল মন্ডল, ৫ নং ওয়ার্ডে রমিজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডে হাজী কামাল হোসেন, ৭নং ওয়ার্ডে মো. হাবিবুল্লাহ, ৮ নং ওয়ার্ডে আলী আসগর ও ৯ নং ওয়ার্ডে আমজাদ হোসেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ ওয়ার্ডে নাজমা বেগম, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে বুলবুলি এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আফরোজা বেগম বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১   
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।