ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধনবাড়ী পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বকল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ধনবাড়ী পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বকল

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকল মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৮ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন সাত হাজার ৮০৪ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচএম কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন।  

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রার্থীদের কারো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।