ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালপুর ও গুরুদাসপুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
গোপালপুর ও গুরুদাসপুরে  আওয়ামী লীগ প্রার্থী জয়ী রোকসানা মোর্ত্তজা লিলি ও মো. শাহনেওয়াজ আলী মোল্লা

নাটোর: দ্বিতীয় ধাপের নির্বাচনে নাটোরের গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।  

গোপালপুর পৌরসভায় রোকসানা মোর্ত্তজা লিলি নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫ হাজার ৭ ভোট।  
 
অপরদিকে, গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা নৌকা প্রতীকে ৭ হাজার ৬৪০ ভোট পেয়ে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মো. আরিফুল ইসলাম বিপ্লব পেয়েছেন ৪ হাজার ৯৪৫ ভোট।  
 
শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে সহকারী রির্টানিং কর্মকর্তা ও লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসিব বিন শাহ এবং সহকারী রির্টানিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম পৃথকভাবে এই ফলাফল প্রকাশ করেন।  

এ সময় স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
নাটোর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম রাতে এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গুরুদাসপুর পৌরসভায় ৬ জন মেয়র প্রার্থী, ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অপরদিকে গোপালপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।