ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাগেশ্বরী পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী ফাকু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
নাগেশ্বরী পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থী ফাকু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারকেল গাছ প্রতীক নিয়ে ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে বোসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রহমান মিয়া লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও বাংলাদেশ ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৭১, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু পেয়েছেন ৫ হাজার ৭২৬ ও বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৯ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ২২ কেন্দ্রের ১৪৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে মোট ৪৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এর মধ্যে ২৩ হাজার ৩৮৬ জন মহিলা ও ২৩ হাজার ৪৭২ জন পুরুষ ভোটার। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে মেয়র পদে ৫ জন ছাড়াও কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।