ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩১ পৌরসভা ৪ উপজেলায় বিএনপির ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
৩১ পৌরসভা ৪ উপজেলায় বিএনপির ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার ...

ঢাকা: ৫ম পর্যায়ে ৩১টি পৌরসভার সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদের উপ-নির্বাচন, ১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় প্রার্থীদের মনোনয়নের জন্য সময়সূচি ঘোষণা করেছে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সময়সূচি অনুযায়ী ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।

৫ম পর্যায়ে তফসিল অনুযায়ী যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- রংপুরের হারাগাছ, ময়মনসিংহের নান্দাইল, জয়পুরহাট সদর, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁপাইনবাবগঞ্জ নাচোল, মাদারীপুর শিবচর, রাজশাহী চারঘাট, মাদারীপুর সদর, রাজশাহীর দূর্গাপুর, হবিগঞ্জ সদর, ঝিনাইদহ মহেশপুর, ব্রাহ্মনবাড়িয়া সদর, ঝিনাইদহ কালীগঞ্জ, চাঁদপুর মতলব, যশোর কেশবপুর, চাঁদপুর শাহরাস্তি, যশোর সদর, লক্ষ্মীপুর রায়পুর, ভোলা সদর, চট্টগ্রাম মীরসরাই, ভোলা চরফ্যাশন, চট্টগ্রাম বারইয়ারহাট, জামালপুর দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম রাউজান, জামালপুর ইসলামপুর, চট্টগ্রাম রাঙ্গুনিয়া, জামালপুর মাদারগঞ্জ, গাজীপুর কালীগঞ্জ, জামালপুর সদর।  

তফসিল অনুযায়ী যেসব উপজেলায় ভোট হবে ঝিনাইদহ শৈলকুপা, রাজশাহীর পবা ফরিদপুর মধুখালী ও কুমিল্লার দেবিদ্বার।
 
তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদের তালিকা: চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ও ফরিদপুর সদরের গেরদা

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।