ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দায়িত্বভার গ্রহণ করলেন চুয়াডাঙ্গা পৌরসভার নতুন মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
দায়িত্বভার গ্রহণ করলেন চুয়াডাঙ্গা পৌরসভার নতুন মেয়র পৌরসভার দায়িত্বভর বুঝে নিচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: দায়িত্বভার গ্রহণ করলেন চুয়াডাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা মিলনায়তনে মেয়র হিসেবে সব দায়িত্ব বুঝে নেন তিনি।

 

দায়িত্ব হস্তান্তর করেন পৌর সচিব কাজী শরীফুল ইসলাম। এসময় পৌরসভার নব নির্বাচিত ১২ জন কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নতুন মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌরসভা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, মোশাররফ হোসেন, মোহা. শামসুজ্জোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা।

এসময় নতুন মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জাহাঙ্গীর আলম মালিক খোকন প্রথম ধাপের গত বছরের ২৮ ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।