ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

হারাগাছের মেয়র আ’লীগের বিদ্রোহী এরশাদুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মার্চ ১, ২০২১
হারাগাছের মেয়র আ’লীগের বিদ্রোহী এরশাদুল

রংপুর: রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী এরশাদুল হক মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলে নারিকেল গাছ প্রতীক নিয়ে এরশাদুল হক ১৭ হাজার ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুর রহমান  পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে এরশাদুল হককে বহিষ্কার করা হয়।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী মোনায়েম ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯২১ ভোট ও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কা জাহিদ হোসেন পেয়েছেন ২ হাজার ২০৫ ভোট।

বিড়িশিল্প এলাকা বলে পরিচিত কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভা নির্বাচনে ৬৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।