ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এইচ টি ইমামের মৃত্যুতে সিইসির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এইচ টি ইমামের মৃত্যুতে সিইসির শোক

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমামের মৃত্যুতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় প্রধান নির্বাচন কমিশনার এইচ টি ইমামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এইচ টি ইমাম বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে স্বাধীনতা উত্তরকালে সরকার পরিচালনা এবং জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বুধবার (০৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এইচ টি ইমাম। তিনি কিডিনিরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।