ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩ আসনে ভোট: আপিল শুনানি মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জুন ২২, ২০২১
৩ আসনে ভোট: আপিল শুনানি মঙ্গলবার

ঢাকা: আসন্ন ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থিদের আপিল আবেদনের শুনানি মঙ্গলবার (২২ জুন)।

নির্বাচন ভবনের চতুর্থ তলায় বেলা ১১টায় শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির আইন-শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহিম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪(৪) ধারা অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর ৫ বিধি মোতাবেক মনােনয়নপত্র বাতিল/গ্রহণাদেশের বিরুদ্ধে কোন প্রার্থী বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক মনােনয়নপত্র বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক আপিল আবেদন দাখিল করার বিধান রয়েছে।

একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ নির্বাচনি এলাকার শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে মনােনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে ৫ জন প্রার্থী ইতােমধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল দায়ের করেছেন।

দায়েরকৃত ওই আপিল আবেদনগুলির শুনানি আগামী ২২ জুন বেলা ১১টায় নির্বাচন ভবনের, চতুর্থ তলায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

তিন আসনের উপ-নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।

ঢাকা-১৪
এ আসনে বাছাইয়ের পর বৈধতা পান- বাংলাদেশ আওয়ামী লীগের আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের মো. আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম।

মনোনয়নপত্র বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান ও এম রুহুল আমীন সরকারের।

কুমিল্লা-৫
এই আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হয়। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন।

সিলেট-৩
এ আসনে ছয়জন মনোনয়নপত্র দাখিল করলে বাতিল হয় দুইজনের। চারজন বৈধতা পান। বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়, তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন ও সেখ জাহিদুর রহমান মাসুম।

আগামী ২৮ জুলাই এ তিন আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জুন ২২, ২০২১
ইইউডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।