ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাঙামাটির ১০ ইউপিতে আ.লীগ ৫, স্বতন্ত্র ৫টিতে বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
রাঙামাটির ১০ ইউপিতে আ.লীগ ৫, স্বতন্ত্র ৫টিতে বিজয়ী

রাঙামাটি: সারা দেশের মত পাহাড়ি জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০টি ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ৫টি ক্ষমতাসীন দল আ.লীগ এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১নভেম্বর) তিনটি উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে মংক্যা মারমা (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ওয়াগ্যা ইউনিয়নে চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা (আ.লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। কাপ্তাই সদর ইউনিয়নে প্রকৌশলী আব্দুল লতিফ (আ.লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি সদর ইউনিয়নে সুনীল কান্তি দেওয়ান (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। কেংড়াছড়ি ইউনিয়নে রামা চরণ মারমা ওরফে রাসেল মারমা (আ.লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ফারুয়া ইউনিয়নে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা (আ.লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বরকল উপজেলার বরকল সদর ইউনিয়নে প্রভাত চাকমা (আ.লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সুবলং ইউনিয়নে তরুণ জ্যোতি চাকমা (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আইমাছড়া ইউনিয়নে সুবিমল চাকমা (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এবং বড় হরিণা ইউনিয়নে নীলাময় চাকমা (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।