ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

ফরিদপুরের ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ফরিদপুরের ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা

ফরিদপুর: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুরের মধুখালী ও সদরপুর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মধুখালী উপজেলার চারটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন-কামারখালীতে মো. জাহিদুর রহমান বিশ্বাস, রায়পুরে মো. মোতালেব হোসেন মৃধা, বাগাটে মো. মতিয়ার রহমান খান ও জাহাপুর ইউনিয়নে মো. সামছুল ইসলাম (বাচ্চু)।

এছাড়া সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নের চর বিষ্ণুপুরে মো. আবু বক্কার সিদ্দিক, আকোটেরচরে মো. আছলাম বেপারী, নারিকেলবড়িয়ায় কুদ্দুস দেওয়ান, চর নাছিরপুরে মিরাজ বেপারী, ভাষানচরে মঈদুল বাশার, কৃষ্ণপুরে আক্তারুজ্জামান তিতাস, সদরপুর সদরে সুশীল চন্দ্র দাস, চর মানাইরে মো. বজলু মাতুব্বর ও ঢেউখালী ইউনিয়নে মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।