ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাভারে ৩ ইউপিতে পরিবর্তন, ৮টিতে সাবেকেই ভরসা আ.লীগের

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
সাভারে ৩ ইউপিতে পরিবর্তন, ৮টিতে সাবেকেই ভরসা আ.লীগের

সাভার (ঢাকা): পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।  

এর মধ্যে তিন ইউপিতে নতুন প্রার্থী দিলেও বাকি আটটিতে কোনো পরিবর্তন আনা হয়নি, আগের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত চেয়ারম্যানদেরই এবার আবার মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

চিঠিতে জানানো হয়, এবার সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ, ইয়ারপুর ইউনিয়নে সৈয়দ আহম্মেদ ভূইয়া, আশুলিয়া মো. শাহাব উদ্দিন, পাথালিয়া ইউনিয়নে মো. পারভেজ দেওয়ান, বিরুলিয়া ইউনিয়নে মো. সাঈদুর রহমান সুজন, সাভার ইউনিয়নে মো. সোহেল রানা, তেঁতুলঝোড়া ইউনিয়নে মোহাম্মদ ফখরুল আলম সমর, বনগাঁওয়ে ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, আমিন বাজার ইউনিয়নের মো. রাকিব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়ের মো. মেশের আলী, ভাকুর্তায় ইউনিয়নের মো. লিয়াকত হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এর মধ্যে শিমুলিয়া, আশুলিয়া, পাথালিয়া, ইয়ারপুর, বিরুলিয়া, সাভার, তেঁতুলঝোড়া ও বনগাঁওে বর্তমান চেয়ারম্যানরাই আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাকি তিন ইউনিয়ন আমিনবাজার, কাউন্দিয়া ও ভাকুর্তায় পরিবর্তন এসেছে।

এবার পঞ্চম ধাপে সাভারের স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে নির্বাচন দেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।