ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি ভোট: ষষ্ঠ ধাপের তফসিল হতে পারে ১৯ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ইউপি ভোট: ষষ্ঠ ধাপের তফসিল হতে পারে ১৯ ডিসেম্বর

ঢাকা: আগামী ১৯ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে।

ইসি কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় কমিশন সভা বসবে না। তাই আগামী রোববার (১৯ ডিসেম্বর) বা সোমবার (২০ ডিসেম্বর) কমিশন সভা হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। ওইদিন কমিশন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে। বেশকিছু ইউপিতে আইনি জটিলতা থাকায় এখনই ভোট হচ্ছে। এক্ষেত্রে তিন শতাধিক ইউপিতে ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ করবে ইসি। এছাড়া দু’টি পৌরসভা নির্বাচনের তফসিলও হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।