ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন

মসজিদে মসজিদে দোয়া চাইলেন তৈমুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
মসজিদে মসজিদে দোয়া চাইলেন তৈমুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, দল আমাকে প্রতীক দেয়নি তবে আমার পাশে দল আছে। আমি বিএনপি করি, আপনারা আমাকে চেনেন, আপনাদের পাশে দীর্ঘদিন ধরে আছি, আপনারা সবাই আমার প্রিয়জন পরিজন।

তিনি বলেন, আমি আপনাদের কাছে থেকে আরও উন্নয়নের সুযোগ চাই। আপনারা সুযোগ দিলে আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। শুধু আপনারা নয়, আপনাদের পরিবার ও পরিজন পরিচিতিজনদের সহযোগিতাও আমি চাই।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে নাসিক ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়া বড় মসজিদে জুমার নামাজের আগে ইমাম ও মুসুল্লিদের সম্মতিক্রমে দাঁড়িয়ে একথা বলেন তিনি।

পরে আসরের নামাজের সময় ১১ নং ওয়ার্ডের তল্লা জামে মসজিদে নামাজ আদায়ের সময়ও একই কথা বলেন তিনি। দুই স্থানেই নামাজের পর এলাকাবাসীর সঙ্গে নির্বাচনী সালাম ও কুশল বিনিময় করেন তৈমুর খন্দকার।

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, স্থানীয় পঞ্চায়েত কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।