ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘ভোটারদের ভালোবাসায়’ পথে-ঘাটে ঘুরছেন তৈমুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
‘ভোটারদের ভালোবাসায়’ পথে-ঘাটে ঘুরছেন তৈমুর 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পথে-ঘাটে ঘুরে ভোটারদের কাছে দোয়া ও ভালোবাসা চাইছেন। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররাও তুলে ধরছেন আশা-আকাঙ্ক্ষার কথা।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোর থেকেই শহরের ঈদগাহ ময়দান থেকে দলীয় কয়েকজন নেতাকর্মী নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেন তিনি। তৈমুরকে কাছে পেয়ে ভোটাররা জানান, তারাও চান নির্বাচন উৎসবমুখর হোক এবং পরিবর্তন আসুক।

একাধিক ভোটার তাকে নগরীর নানা সমস্যা তুলে ধরেন। তারা যদি তৈমুর নির্বাচিত হন তাহলে সমাধানের জন্য অনুরোধ করেন। তৈমুর এ সময় বলেন, আমি নির্বাচিত না হলেও আপনাদের পাশে থাকব। আমি আপনাদের লোক, আপনারা আমার আপনজন। আপনারা আমার জন্য দোয়া ও ভালোবাসা দেবেন।
তৈমুরকে দেখে অনেকেই এগিয়ে এসে বলেন, আমরাও চাচ্ছিলাম পরিবর্তন ও আপনার মতো প্রার্থী। নগরবাসীর একটা বড় অংশ আপনার পাশেই থাকবে।

তৈমুর আলম খন্দকার

ঈদগাহ মাঠ থেকে হেঁটে জামতলা, চাষাঢ়া, উকিলপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে সালাম পৌঁছে দেন তৈমুর।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।