ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকার পক্ষে ভোট চাইলেন ডিপজল

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
নৌকার পক্ষে ভোট চাইলেন ডিপজল নৌকার পক্ষে ভোট চাইলেন ডিপজল

সাভার (ঢাকা): পঞ্চম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভারের আমিন বাজার ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোট চাইলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আমিনবাজার বাসস্ট্যান্ডে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।

নির্বাচনী সভায় মনোয়ার হোসেন ডিপজল বাংলানিউজকে জানান, এবার নির্বাচনে আমার সবার কাছে একটাই অনুরোধ। রাকিব সাহেবকে সবাই ভোট দেবেন। তার দাদাও এর আগে চেয়ারম্যান ছিলেন। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে তিনি পাস করবেন। আমার বিশ্বাস তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নির্বচানী সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।