ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৈমুরের ভোটের তথ্য সরবরাহে ফেসবুক পেজ ‘ভোট ফর তৈমুর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
তৈমুরের ভোটের তথ্য সরবরাহে ফেসবুক পেজ ‘ভোট ফর তৈমুর’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনের সব ধরনের তথ্য সরবরাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খোলা হয়েছে।

সেই পেজটির নাম ‘ভোট ফর তৈমুর’।

পেজ লিংক https://www.facebook.com/Vote-for-Taimur-104883605400501/

তৈমুর আলম খন্দকারের মিডিয়া সেল কর্তৃক ‘ভোট ফর তৈমুর’ নামে পেজটি খোলা হয়েছে বলে জানিয়েছেন তৈমুর।

তিনি জানান, আমি প্রতিদিন কোথায় যাব, কোন ওয়ার্ডে কর্মসূচি পালন করবো তা আগের দিন সেখানে জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতিদিন সব কর্মসূচির তথ্য, ছবি নাসিকের সব ভোটার ও সংবাদকর্মীদের জন্য সেখানে দেওয়া হবে। আশা করছি, নগরবাসী পেজটির সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।