ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার, ১৩ এজেন্ট আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার, ১৩ এজেন্ট আটক

ফেনী: চতুর্থ ধাপে ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে বিভিন্ন প্রার্থীর ১৩ জন পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। সকাল ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্য চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া তাদের থানা হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফোরকান মোল্লা বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রের ভেতর মোবাইল ফোন ব্যবহার করায় ১৩ জন পোলিং এজেন্টকে  আটক করা হয়েছে।

এর আগে ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কায় আরও ৩০ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসএইচডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।