ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাবা নির্বাচিত, জাল ভোট দিতে গিয়ে মেয়ের শাস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বাবা নির্বাচিত, জাল ভোট দিতে গিয়ে মেয়ের শাস্তি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার এক নম্বর লাখাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আরিফ আহমেদ রূপমের মেয়ে সিদরাতুল মুনতাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত এ আদেশ দেন।

জানা গেছে, ইউনিয়নের আমানউল্লাপুর এতিমখানা কেন্দ্রে হট্টগোলের মাঝে নারী-পুরুষরা ভোট দিচ্ছেলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে প্রার্থী আরিফ আহমেদ রূপম কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করেন। হট্টগোলের সুযোগে জাল ভোট দিতে গেলে তাঁর মেয়ে মুনতাহা আটক করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার।

পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করে মুনতাহা ছাড়া পেয়েছেন।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

প্রসঙ্গত, মুনতাহানার বাবা আরিফ আহমেদ রূপম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৬৫ ভোট বেশি পেয়ে এবার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।