ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জে আ.লীগ ৯, স্বতন্ত্র ৪ ও বিএনপি ঘরানা ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
মানিকগঞ্জে আ.লীগ ৯, স্বতন্ত্র ৪ ও বিএনপি ঘরানা ৩

মানিকগঞ্জ: ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জয় লাভ করেছেন ৩ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন ও বিএনপি ঘরানার ২ জন। সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকা প্রতীকে জয়লাভ করেছে, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন ও একজন বিএনপি ঘরানার জয়লাভ করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঘিওর ও সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘিওর উপজেলার নির্বাচিতরা হলেন- বড়টিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সামসুল আলম মোল্লা রওশন, নালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মৃধা ও পয়লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুণ-অর-রশীদ, ঘিওর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো. আসাদুর রহমান মিঠু বানিয়াজুরীতে বিএনপি ঘরানার এসআর আনসারি বিল্টু, বালিয়াখোড়া ইউনিয়নে বিএনপি ঘরানার বর্তমান চেয়ারম্যান মো. আওয়াল খান ।

সাটুরিয়া উপজেলার নির্বাচিতরা হলেন- ধানকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুল রউফ, তিল্লী ইউনিয়নে নৌকা প্রতীকে শরীফুল ইসলাম, হরগজ ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দিঘুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে সফিউল আলম, দরগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকে আলীনুর বকস্, সাটুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে আনোয়ার হোসেন, বালিয়াটিতে আওয়ামী লীগের বিদ্রোহী মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বরাঈদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী মো. আব্দুল হাই ও ফকুরহাটি ইউনিয়নে বিএনপি ঘড়ানার মোহাম্মদ জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।