ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাকরি ছেড়ে নৌকা পেয়েও হারলেন নুরুন নবী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
চাকরি ছেড়ে নৌকা পেয়েও হারলেন নুরুন নবী নুরুন নবী মণ্ডল

পাবনা: নুরুন নবী মণ্ডল ১৩ বছর চাকরি থাকতেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হওয়ার জন্য অবসরে যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার লক্ষ্য নিয়ে তাই শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিকে গুরুত্ব দেন তিনি।

ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাই এবার নৌকা পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি।  

গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন তিনি। তবে এবার ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ ও তিনবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমানকে টপকিয়ে পেয়েও যান নৌকা। কিন্তু শেষরক্ষা হয়নি।  

রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনে মনোয়ার খান মিঠু (ঘোড়া) প্রতীক নিয়ে ৮ হাজার ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হন। নুরুন নবী পান ৬ হাজার ৯২৭ ভোট। রাতে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিদ্রোহী প্রার্থীর কাছে দুই হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়ে দুই কূলই হারিয়েছেন নুরুন নবী।

জানা যায়, নুরুন নবী পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি। ২০১১ সালে তিনি প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। ওইবার যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়। পরের ২০১৬ সালে তিনি আবারও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমানের বিপক্ষে প্রার্থী হয়ে পরাজিত হন। তবে, ওই দুইবার তিনি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় চাকরি ছাড়তে হয়নি। পরবর্তীতে বিদ্যালয়টি সরকারি হয়। এতে এবারের নির্বাচনে প্রার্থী হতে চাকরি তার বাধা হয়ে দাঁড়ায়। তাই নির্বাচন করতে তিনি এক বছর আগে চাকরি ছেড়ে দেন।

এরপর থেকে তিনি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ করতে থাকেন। কিছুদিনের মধ্যেই তিনি এলাকায় সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এতে দলীয় সমর্থন না পেলেও তিনি নির্বাচন করবেন বলে এলাকায় প্রচার-প্রচারণাও চলে। এমনকি তিনি নিজে নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়লে নিজের দুই স্ত্রীকে দিয়ে নির্বাচন করাবেন বলে মনোনয়নপত্র দাখিল করিয়ে সমালোচিত হয়েছিলেন। এই অবস্থায় তিনি গত মাসে নৌকা পেয়ে নির্বাচনে নিশ্চিত চেয়ারম্যান হবেন এমনটা ভেবেছিলেন। তবে, খুব দ্রুত সময়ে তার জনপ্রিয়তায় ধস নামে। মুহূর্তেই বিদ্রোহী প্রার্থী মনোয়ার খান মিঠুর পক্ষে জনমত সৃষ্টি হয়। এতে নুরুন নবীর নৌকা প্রতীক পাওয়ায় কাল হয় বলে অনেকে মনে করেন।  

রোববার নির্বাচনে মনোয়ার খান মিঠু ৮ হাজার ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হন। নুরুন নবী মণ্ডল পান ৬ হাজার ৯২৭ ভোট।

এর আগে, নুরুন নবী মণ্ডল প্রার্থিতা বিষয়ে বলেছিলেন, ১৩ বছর থাকতে চাকরি ছেড়ে দেওয়ায় তিনি প্রায় এক কোটি ২১ লাখ টাকা পাবেন না। এরপরেও জনগণের চাওয়া পাওয়ার কারণে তিনি চাকরি ছেড়ে প্রার্থী হন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।