ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্যামনগরের দুই আ.লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
শ্যামনগরের দুই আ.লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত গাজী কামরুল ইসলাম (বামে), শাহানুর আলম

সাতক্ষীরা: চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে  ২টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উপজেলার আটুলিয়া ও রমজাননগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদের জন্য লড়ে তারা জামানত হারিয়েছেন।

আলোচিত এ দুই প্রার্থী হলেন- আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। অপরজন হলেন সাবেক ছাত্রলীগ (রাবি) নেতা এবং রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহানুর আলম।

আটুলিয়াতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ বাবু (উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ছেলে)। দলীয় মনোনয়ন না চাওয়া বর্তমান চেয়ারম্যান আবু সালেহ বাবু ১০৮৫৫ ভোট পেয়ে ২৮শ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থক প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান পুনঃর্নির্বাচিত হয়েছেন।  

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আটুলিয়া ইউনিয়নে ২০৮০৭ ভোট পড়লেও আওয়ামী লীগের প্রার্থী গাজী কামরুল ইসলাম পেয়েছেন মাত্র ৬৯৩ ভোট।

একইভাবে রমজাননগরে মোট ১৫০২৬ ভোট পড়লেও নৌকার প্রার্থী শাহানুর আলম পেয়েছেন মাত্র ৬৯৫ ভোট।

উল্লেখ্য, রমজাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকবর আলীকে ৭ শতাধিক ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।