ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছয় জেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ১০

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ছয় জেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ১০ নির্বাচনী সহিংসতা

ঢাকা: বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতায় ছয় জেলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন মানিকগঞ্জে একজন, নওগাঁয় একজন, গাইবান্ধায় একজন, চাঁদপুরে দুইজন, বগুড়ায় চারজন ও চট্টগ্রামে একজন।

 

বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে নির্বাচনী সহিংসতার মধ্যে পড়ে স্ট্রোক করে ছলেমন খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

দুপুরের দিকে উপজেলার ওই বিদ্যালয় ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় ওই নারীর প্রাণহানির ঘটনা ঘটে। ছলেমন দৌলতপুরের বাচামারা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।  

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, বাচামারা ৫ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের চলছিল। তখন ছলেমন খাতুন ভোট কেন্দ্রে আসেন। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তিনি স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।

নওগাঁ: নওগাঁয় পত্নীতলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশ ও সমর্থকদের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

নওগাঁ পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মারবাড়ী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের বাইরে আবু তাহের (৩৮) নামে এক মেম্বার প্রার্থীর সমর্থকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (ফ্যান প্রতীক) কর্মী-সমর্থকদের হামলার শিকার হন বলে অভিযোগ আবু তাহের স্বজনদের।

বিকেল পৌনে ৩টার দিকে সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আবু তাহের জুম্মারবাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে। আবু তাহের মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল প্রতীক) সমর্থক ছিলেন।  

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া ও হাইমচরে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনী সহিংসতায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে শরীফ নামে একজন নিহত হয়েছেন। কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন্ধ কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে আরেকজনের মৃত্যু হয় হাইমচর উপজেলার নীল কমল ইউনিয়নের ইশানবালা ৬ নম্বর ওয়ার্ডে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে নিহত হয়েছেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, নীল কমল ইউনিয়নে একজন নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকার কর্মী ও সমর্থকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকার কর্মী ও সমর্থকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুযারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- বগুড়া গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী কুলসুম আক্তার, মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, মৃত ইফাত উল্লাহর ছেলে আব্দুর রশিদ। এছাড়া রাজ্জাক নামের একজনের মরদেহ গাবতলী হাসপাতালে রয়েছে বলে জানা গেছে ৷ তার বাবার নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বাংলানিউজকে বলেন, নিহত চার জনের নাম-পরিচয় জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী সহিংসতায় অংকুর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন। অংকুর সিংহরা দত্তবাড়ীর নেপাল দত্তের ছেলে।

দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান থানা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ।

জানা গেছে, আপেল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন অংকুর। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বাংলানিউজকে বলেন, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় মেম্বার প্রার্থী রঘুনাথ শিকদার ও নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অংকুর নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এসআরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।