ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাতির পিঠে চড়ে নবনির্বাচিত ইউপি সদস্যের বিজয় মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
হাতির পিঠে চড়ে নবনির্বাচিত ইউপি সদস্যের বিজয় মিছিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হাতির পিঠে চড়ে বিজয় মিছিল করলেন নবনির্বাচিত এক ইউপি সদস্য।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং হামকুরিয়া ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ইব্রাহিম হোসেন মৃধা এ বিজয় মিছিল করেন।

 

তিনি বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হয়েছেন।  

তিনি শত শত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুটি হাতি ও একটি ঘোড়ার গাড়ি, অটোভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ে বিজয় মিছিল করেন। এ গ্রামের নারী-পুরুষ একসঙ্গে ব্যতিক্রমী এ আনন্দ মিছিলে মেতে ওঠেন। চলে রঙ ছড়ানোর উৎসব, আর স্লোগান এবং গানের সুরে মুখরিত হয় ওই এলাকা।  

নবনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা বলেন, আমাকে  আমার  ভোটাররা ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। বিজয়ের আনন্দ বাড়াতে আমি ও আমার কর্মীরা মিলে এ আয়োজন করেছি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।