ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

টাঙ্গাইলে ১৩ ইউপির ৭টিতে নৌকার পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
টাঙ্গাইলে ১৩ ইউপির ৭টিতে নৌকার পরাজয়

টাঙ্গাইল: পঞ্চম ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইলের ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতটি হেরেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা।  

এসব ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) ভোট শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।  

জানা যায়, জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নে নৌকা প্রতীকের মাহবুব আলম মল্লিক, গোড়াই ইউনিয়নে নৌকা প্রতীকের হুমায়ুন কবীর, মহেড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নিবাস সরকার মুকুল, আনাইতারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল, জামুর্কী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, বানাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বাশতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল দেওয়ান, ভাতগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  

ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের শহীদুল ইসলাম হেস্টিং জয়লাভ করেন।

এদিকে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে নৌকা প্রতীকের আতাউল গনি হাবিব, হাবলা ইউনিয়নে আওয়ামী লীগের খোরশেদ আলম, কাঞ্চনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামীম আল মামুন, ফুলকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম বিজু জয়লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।