ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহী বিভাগে ইউপি নির্বাচন ভালো হয়েছে: মাহবুব তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
রাজশাহী বিভাগে ইউপি নির্বাচন ভালো হয়েছে: মাহবুব তালুকদার মঞ্চে ইসি মাহবুব তালুকদারসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, ‌দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে।

এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি।  

সোমবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি মাহবুব তালুকদার বলেন, আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার তাদের ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ লক্ষে আমি প্রথম থেকে কাজ করছি। আমি নির্বাচন কমিশনের নিয়মের বাইরে কোন কাজ করি না। কোথাও কোন অভিযোগ থাকলে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ সময় রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।