ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রে নৌকার পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ভোটকেন্দ্রে নৌকার পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের পক্ষে কেন্দ্রের ভেতরে ঢুকে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সমর্থক মুসা এ অভিযোগ করেন।

পরে আইভীর ভোটকেন্দ্র শিশুবাগ বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায় এমন চিত্র।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, গলায় নৌকার মাফলার, নৌকা ও আইভীর ছবি সম্বলিত ব্যাজ ধারণ করে একজন অজ্ঞাত ব্যক্তি ভোটারদের নৌকায় ভোট দিতে জোরালোভাবে বলছেন। কেন্দ্রের ভেতরে এভাবে ভোট চাওয়ার বা দিতে জোরালোভাবে বলার কোনো নিয়ম নেই।

তার নাম জানতে চাইলে তিনি সরে যান এবং বলেন, আমরা তো আইভী আপার নৌকার পক্ষে ভোট চাইছি। যেহেতু সাংবাদিকরা এখানে আছেন, আপা আসবেন তাই ভেতরে ঢুকেছিলাম।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, এমন হবার কথা নয়। আমরা ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।