ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দৃশ্যমান কারচুপি না হলে ফলাফল মেনে নেব: তৈমূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
দৃশ্যমান কারচুপি না হলে ফলাফল মেনে নেব: তৈমূর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, যদি নির্বাচন কমিশনের (ইসি) দৃশ্যমান কোন কারচুপি পাওয়া না যায় তাহলে জনতার রায় মেনে নেব।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আবু তাহেরের বাড়ির সামনে ভোটগ্রহণ শেষে একথা বলেন তিনি।

এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি আশাবাদী লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হব। আমাদেরকে গ্রেফতার, হয়রানির বিরুদ্ধে লড়াই করে কেন্দ্রে টিকে থাকতে হয়েছে। এখানে আমি আবু তাহেরের বাড়ির নিচে কথা বলছি। তার বাড়িতে একটি উঠান বৈঠক করার পর থেকে র‍্যাব-পুলিশ-বিজিবি যৌথভাবে মহড়া দিচ্ছে। আজকেও (১৬ জানুয়ারি) আমার ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখেছি, মেশিনে ত্রুটি, মেশিন মাঝে মাঝে থেমে যাওয়া, ধীরে কাজ করা- এসব কারণে ভোট কম কাস্ট হয়েছে।

 

>>>আরও পড়ুন: কী কথা তাহার সাথে!

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।