ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারে শপথ নিলেন নয় ইউপি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
কক্সবাজারে শপথ নিলেন নয় ইউপি চেয়ারম্যান

কক্সবাজার: কক্সবাজারে সাত ইউনিয়ন পরিষদের (ইউপি)  নবনির্বাচিত নয় চেয়ারম্যান শপথ নিয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়ের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ।

শপথ নেওয়া নয় ইউপি চেয়ারম্যানরা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের টিপু সুলতান, ভারুয়াখালীর কামাল উদ্দিন, ফাঁসিয়াখালীর মো. হেলাল উদ্দিন, হারবাংয়ের মেহরাজ উদ্দিন, বরইতলীর মোহাম্মদ ছালেকুজ্জামান, ডুলাহাজারার মো. হাসানুল ইসলাম আদর, সুরাজপুর মানিকপুরের আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউনিয়নের জামাল হোসেন চৌধুরী, খুটাখালীর মুহাম্মদ আবদুর রহমান।  

গত ২৬ ডিসেম্বর চকরিয়ার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) ও গত ১১ নভেম্বর কক্সবাজার সদরের দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।