ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বানিয়াচংয়ে চার প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
বানিয়াচংয়ে চার প্রার্থীর সমান ভোট, ফের নির্বাচন

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ও মুরাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুইটি ওয়ার্ডে সদস্যপদের চারজন প্রার্থী সমান ভোট পাওয়ায় ওয়ার্ডগুলোতে পুনরায় ভোটগ্রহণ করা হবে।
 
আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়ার্ডগুলোতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি )।


 
গত ২৬ ডিসেম্বর বানিয়াচং উপজেলার ১৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন মন্দরী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী আতিক মিয়া ও আহম্মদ আলী দুইজন সমপরিমাণ ২০১ ভোট পান। একইভাবে সমান ভোট পেয়েছিলেন মুরাদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আশিকুল ইসলাম ও মো. সেলিম মিয়া। তাদের প্রাপ্ত ভোট ছিল ৩২৪। এরপরই ওয়ার্ডগুলোতে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।
 
স্থানীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচনী সব বিধি-বিধান অনুসরণ করে দুইটি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।