ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাভারে ১৩২ ইউপি সদস্যের শপথ গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
সাভারে ১৩২ ইউপি সদস্যের শপথ গ্রহণ সাভারে ১৩২ ইউপি সদস্যের শপথ গ্রহণ।

সাভার (ঢাকা): সাভার উপজেলায় পঞ্চম ধাপের অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যরা শপথ নিয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা মিলনায়তনে এ শপথ করান সাভার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজাহারুল ইসলাম।

এ সময় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ৩৩ জন ও ৯৯ জন সাধারণ সদস্য শপথ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাচন অফিসার ফখরুদ্দিন শিকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহম্মেদসহ প্রমুখ।

প্রসঙ্গ, ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় সাভার উপজেলার ১১টি ইউনিয়নে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।