ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ.লীগ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান মামুন খান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
আ.লীগ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান মামুন খান মো. মামুন খান

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীককে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মামুন খান বিজয়ী হয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভোটের ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

মোটরসাইকেল প্রতীক বিজয়ী মামুন খান পেয়েছেন ৪ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবরুল ইসলাম জগলু নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৩টি ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র শামীম আহমদ (ঘোড়া) ১ হাজার ২৬১ ভোট, সজ্জাদ মিয়া চশমা প্রতীকে ১৯০ ভোট, মনসুর রহমান (টেলিফোন) ৯৩ ভোট এবং শেখ আরিফ উদ্দিন (আনারস) ৪১ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোল্লারগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ইউনিয়নে ১৫ হাজার ২৬৯ ভোটের মধ্যে ১০ হাজার ৪৭২ ভোট পড়ে। এর মধ্যে ২০ ভোট বাতিল হয়।  

সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ইউপি নির্বাচনে শতকরা ভোটের হার ৬৮ দশমিক ৫৮ শতাংশ।    

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয় গত সোমবার (৩১ জানুয়ারি)। এর মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ৪টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  

ওই দিন দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় স্থগিত ছিল।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।